তারেক রহমানের চিন্তাধারায় জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে

২ সপ্তাহ আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারায় জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহাবুর রহমান স্নিগ্ধ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন স্নিগ্ধ।


তিনি বলেন, ‘গত ১৭ বছরে শেখ হাসিনা এমনভাবে তার শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে দেশের সব মানুষ নিপীড়িত হয়েছেন। তারপরও আমার বাবা আমাদের খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।’


আরও পড়ুন: ছোটবেলায় মুগ্ধ-স্নিগ্ধ আমার কোলে বসে ছবিও তুলেছিল, বললেন আসিফ


জুলাই আন্দোলনের স্মৃতি টেনে স্নিগ্ধ বলেন, ‘মুগ্ধকে হত্যার পর তাদের গণভবনে ডাকা হয়েছিলো। শেখ হাসিনার সঙ্গে আপোষ না করায় তাদের পালিয়ে বেড়াতে হয়েছে।’  


সন্তানদের মরদেহ মায়ের কাছে কতটা বেদনার তা উল্লেখ করে স্নিগ্ধ বলেন, ‘বেগম খালেদা জিয়া আসহায়ের মতো তার সন্তানের মরদেহ ধরে দাঁড়িয়ে ছিলেন। তেমনই তার মাও মুগ্ধর মরদেহ ধরে দাঁড়িয়ে ছিলেন। সন্তান হারানো মায়েদের চোখ থেকে পড়া পানির বিচার এই বাংলার মাটিতেই হবে।’


জুলাই আন্দোলনে দুই হাজারেও বেশি শহীদ ও পঙ্গুত্ব করার বিচার হবে জানিয়ে সিগ্ধ বলেন, ‘বিচারের পাশাপাশি জুলাই যোদ্ধাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন