তারেক রহমানকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের আনন্দ মিছিল

৩ সপ্তাহ আগে
১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমনের নেতৃত্বে রাজধানীর মৎস্যভবন থেকে শুরু হয়ে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে বাংলা একাডেমিতে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন আনন্দমুখর স্লোগানে মেতে ওঠেন।

 

ঢাবি ছাত্রদল নেতা নূর আলম ভূইয়া ইমন বলেন, তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনাকে জনগণের কাছে সহজভাবে উপস্থাপন এবং ধানের শীষের পক্ষে রাজধানীতে গণজাগরণ সৃষ্টির প্রয়াসে আনন্দ মিছিল করা হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ও ষড়যন্ত্রকে উপেক্ষা করে তারেক রহমানের এ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক উন্নয়নের পথে মাইলফলক হয়ে থাকবে বলে জানান তিনি। 

 

আরও পড়ুন: নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ: সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রেস সচিব 

]]>
সম্পূর্ণ পড়ুন