ট্রেনটি বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ড থেকে অন্তত ৫০০ জন করে নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার নির্দেশনা রয়েছে। জেলায় ৮টি উপজেলায় মোট ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় ৭২টি ওয়ার্ড রয়েছে। সব মিলিয়ে ৮০ হাজারের বেশি নেতাকর্মী শুধু এই নির্দেশনা অনুযায়ীই ঢাকায় যাবেন।’
তিনি আরও জানান, ইতোমধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন। যাতায়াতের জন্য বাস ও ট্রেন ভাড়া করা হয়েছে। শুধু বাস বা ট্রেন নয়; ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, এমনকি মোটরসাইকেলে চড়েও নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
এদিকে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর দলের শীর্ষ নেতার দেশে ফেরাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের মনোনয়নপত্র সংগ্রহ
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে তার সংবর্ধনা অনুষ্ঠানে অগণিত মানুষের সমাগম হবে বলে আমরা প্রত্যাশা করছি। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন আমাদের নেতা। তাকে একনজর দেখার জন্য যশোরের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছেন ঢাকার দিকে ছুটছেন।’
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল ইসলাম রানা বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন। জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ৮টি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার যুবদলের নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে।’
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·