পরিবারের বাধা ডিঙিয়ে সংগীতের পথে হাঁটা শুরু শৈশবে। একপর্যায়ে বাড়িও ছাড়েন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হয় তার মূল পথচলা। ১৯৮০ সালে গড়েন ‘ফিলিংস’ব্যান্ড , সেখান থেকে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ আসে ১৯৮৭-তে। ৮৮-তে প্রকাশিত ‘অনন্যা’ অ্যালবাম দিয়েই পান জনপ্রিয়তা। পরের ইতিহাস গানপ্রেমী সবারই জানা।
রহস্যময় এই তারকার জন্মদিন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ দিনটি কীভাবে কাটান তিনি, এই একটি প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন সকলে। পৃথিবীতে আগমণের এই দিনে আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান নগর বাউল।
আরও পড়ুন: ৬ বছর পর আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক
বাংলাদেশের সীমানা পেরিয়ে জেমসের খ্যাতি ছড়িয়েছে বিশ্বে। নানাপ্রান্তে ছড়িয়ে থাকা কোটি ভক্তরা বিশেষ দিনটিতে শ্রদ্ধায় স্মরণ করেন, জানান শুভেচ্ছা- সবই উপভোগ করেন তিনি।
আরও পড়ুন: সাড়া ফেলেছে প্রেম আর অনুভূতি প্রকাশের নতুন সুর ‘মহা জাদু’
নব্বইয়ের দশকে তরুণদের মুখে মুখে ফিরেছে তার অগণিত গান দুষ্টু ছেলের দল, বিজলি, তোমার দেখা নাই, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম নারে কিংবা জনতা এক্সপ্রেস। প্রতিটি গান আজও সমান জনপ্রিয়। শুধু বাংলাদেশেই নয়, বলিউডেও ঝড় তুলেছেন তিনি ভিগি ভিগি, চল চলে, আলবিদা, রিশতে গানগুলো দিয়ে।