তামিমের স্বপ্ন পূরণে চিটাগং কিংস!

৩ সপ্তাহ আগে
এক পায়ে জন্মগত সমস্যা বাধা হতে পারেনি তার ক্রিকেটার হওয়ার স্বপ্নে। সব প্রতিবন্ধকতা জয় করে চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটার তামিম আহমেদের এই অদম্য ইচ্ছা শক্তিকে সম্মান জানিয়েছে চিটাগং কিংস। ক্রিকেটের প্রতি তামিমের এই ভালবাসাকে স্বীকৃতি দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে দলটির নেটে বোলিংয়ের জন্য।

চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘আমরা ক্রিকেটকে ভালবাসি। যারা ক্রিকেট ভালবাসে তাদের পথচলায়ও আমরা সঙ্গী হতে চাই। তাই শুধু তামিম নয়, ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার মানুষের প্রতিও চিটাগং কিংসের সম্মান এবং ভালবাসা থাকবে একই রকম। আমরা বিশ্বাস করি তারা প্রত্যেকেই তাদের রাজ্যে একেক জন রাজা।’

 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বাধিক রান করা কে এই জাপানি, সেরা দশে কারা?


চিটাগং কিংসের নেটে বোলিংয়ের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তামিম আহমেদ নিজেও। এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে তামিম আহমেদ বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি তামিম আহমেদ। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট প্লেয়ার।’ ভিডিওর শুরুতে এভাবেই নিজের পরিচয় দিয়ে কথা শুরু করেন তিনি।

 

আরও পড়ুন: বাবা-মায়ের কারণে বাধা বিপত্তি কাছে ঘেঁষতে পারেনি: জ্যোতি


তামিম বলেন, ‘৪ ডিসেম্বর ওয়ার্ল্ড ফিজিক্যাল চ্যালেঞ্জ ডে। আর এই দিনটিকে আমার কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী স্যার। তারা আমাকে চিটাগং কিংসের নেটে বোলিং করার আমন্ত্রণ জানিয়েছে। আমি খুবই এক্সাইটেড চিটাগং কিংসে বোলিং করার জন্য। এবং আমি আশা করছি চিটাগং কিংস চ্যাম্পিয়ন হয়ে শিরোপা তাদের ঘরে তুলবে। আপনারা সবাই চিটাগং কিংসের সাথেই থাকুন।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন