এনসিএল টি-টোয়েন্টিতে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে রান না পেলেও পরের তিন ম্যাচেই তিনি রান পেয়েছেন। ৬৩.৩৩ স্ট্রাইকরেট ও ১৫০.৭৯ গড়ে মোট রান করেছেন ১৯০।
সবশেষ রোববার বরিশালের বিপক্ষে ৫৪ বলে ৯১ রানের দারুণ একটি ইনিংস খেলেন সাবেক এই অধিনায়ক। তবে তার যতটুকু প্রস্তুতি নেওয়ার কথা ছিল, ততটুকু তিনি সম্পন্ন করেছেন বলে নিজেই জানিয়েছেন।
আরও পড়ুন: বিজয় দিবসে জয় উপহার দিলো টাইগাররা
সংবাদমাধ্যমে তামিম বলেন, ‘আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। তো আজকে (রোববার) আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে আমি সবটুকু ফুলফিল করেছি।’
শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে তামিম রান করেছেন, তবুও নাটকীয়ভাবে তাদের হারতে হয়েছে। একেবারে শেষ ওভারে ২৭ রান নিয়ে ম্যাচের ফলাফল বরিশালের পক্ষে নিয়ে যান সালমান হোসেন। কিন্তু ম্যাচ হারলেও বরিশালের খেলোয়াড়দের প্রশংসা করেছেন তামিম।
আরও পড়ুন: মেহেদীর ক্যারিয়ারসেরা বোলিং
‘আমি মনে করি যে বরিশাল খুব ভালো খেলেছে। তাদের এক দুইজন ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের দলে যারা আছে পেসাররা, তারা অনেকে ইয়াং। একেক জন মাত্র তিনটা চারটা টি-টোয়েন্টি খেলেছে, তারা শিখছে। দল ভালো অবস্থানে আছে, পরবর্তী ম্যাচগুলো ভালো হবে।’
এদিকে তামিমের সিলেট ছাড়ার আগে রোববার রাতেই সিলেটে পৌঁছান মুশফিকুর রহিম। আঙুলের চোটের কারণে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। চোট থেকে সুস্থ হয়ে গতকাল সিলেটে গেছেন এনসিএল টি-টোয়েন্টি খেলতে। নিজ বিভাগ রাজশাহীর হয়ে খেলবেন মুশফিকুর রহিম।
]]>