তাপমাত্রা নিয়ে নতুন বার্তা, কুয়াশা বেল্টও সক্রিয়

৩ সপ্তাহ আগে
আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা বেল্ট বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (২১ ডিসেম্বর) রাতে দেয়া পাঁচ দিনের পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে।  

 

এতে বলা হয়, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

পরবর্তী দুই দিনে একই পরিস্থিতি থাকতে পারে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

আবহাওয়ার আরও খবর

 

কুয়াশা বার্তা

 

আবহাওয়া দফতরের তথ্যমতে, রোববার দিবাগত রাত ১টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

 

বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিমের তথ্যমতে, দেশের অভ্যন্তরে কুয়াশা বেল্ট আজ রাতে সক্রিয় হতে শুরু করেছে। সকালের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া দেশের বাকি এলাকার বেশকিছু অংশেই তা বিস্তার লাভ করতে পারে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন