চলতি মাসেই কিছুদিন আগে শাড়ির কারণে অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনার এক সপ্তাহ পেরোতেই শাড়ির কারণেই এবার থানায় জিডি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ।
তিশার বিরুদ্ধে ১২ নভেম্বর করা জিডির নাম্বার হলো ৯৮৫। জিডিতে তিশার বিরুদ্ধে তিনি কিছু অভিযোগ উল্লেখ করেছেন। যা থেকে জানা যায়, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেয়ার কথা থাকলেও না করে আয়েশাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এমনকি প্রাণনাশের ভয় দেখান।
এ প্রসঙ্গে আয়েশাহ সংবাদমাধ্যমে বলেন,
তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মানসম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
ঘটনার সত্যতা জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমে তিশা বলেন,
আমার বিরুদ্ধে কিছু লোক লাগছে। আমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। চক্রটাই এসব করছে। সব জেনে তারপর আপনাদের বলতে পারবো।
আরও পড়ুন: ডিপজলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা
প্রসঙ্গত, তানজিন তিশার বিরুদ্ধে অ্যাপোনিয়া প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আমিনুল ইসলামের দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)। এমন পরিস্থিতিতেই অভিনেত্রী জড়িয়েছেন জিডির ঝামেলায়।
]]>

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·