তানজানিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ নিশ্চিত করলো নামিবিয়া

১ সপ্তাহে আগে
গত ৩ আসর ধরে নামিবিয়া টি-২০ বিশ্বকাপের পরিচিত মুখ। ২০২১ সালে প্রথমবার অংশ নিয়েই সুপার টুয়েলভে খেলেছিল। পরের দুই আসরে অবশ্য গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। সেই নামিবিয়া আরেকটি বিশ্বকাপে অংশগ্রহণ করছে, আজ তারা নিশ্চিত করেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট।

ভারত ও শ্রীলঙ্কায় ২০১৬ টি-২০ বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি থেকে। ২০ দলের এই আসরের জন্য আফ্রিকা অঞ্চলকে বরাদ্দ দেয়া হয়েছিল ২টি স্পট। এই ২ জায়গার জন্য দুই গ্রুপে ভাগ হয়ে লড়াইয়ে অবতীর্ণ হয় ৮ দেশ। গ্রুপপর্ব শেষে ২টি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে আজ তানজানিয়াকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নামিবিয়া। অন্য জায়গাটি পাবে জিম্বাবুয়ে বনাম কেনিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দল। দুদল এরইমধ্যে মুখোমুখি হয়ে গিয়েছে।


নামিবিয়া ছাড়াও এরইমধ্যে টি-২০ বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ , নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস। ভারত শ্রীলঙ্কা বাদে পরের ৭টি দল টিকিট পেয়েছে ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেরা ৭ দল হিসেবে, নিউজিল্যান্ড থেকে আয়ারল্যান্ড পর্যন্ত ৩টি দল পেয়েছে ৩০ জুন ২০২৪ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের পরবর্তী সেরা দলের বিবেচনায়।


হারারেতে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। ৪১ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি অবশ্য পরে জেরহার্ড এরাসমাস ও জেজে স্মিতের ব্যাটে ৬ উইকেট ১৭৪ রানের পুঁজি জমা করে। স্মিত এরপর অসাধারণ বোলিংও করেন, ১৬ রানেই তুলে নেন ৩ উইকেট। তানজানিয়া নির্ধারিত ওভার শেষে করতে পারে মাত্র ১১১ রান। নামিবিয়া জিতে ৬৩ রানে।


আরও পড়ুন: এমসিসির নতুন প্রেসিডেন্ট এড স্মিথ


নামিবিয়া ওপেনার মালান ক্রুগার ১৫ বলে ২৮ রান করে দেয়ার আগেই ইয়ান ফ্রাইলিঙ্ক শূন্য রানে আউট হন। নিকোল লফটি ১০ ও লরেন স্টিনকাম্প করেন ১ রান। এরপর ৮৮ রানের জুটি হয় এরাসমাস ও স্মিতের মধ্যে। এরাসমাস ৪১ বলে ৫৫ ও স্মিত ৪৩ বলে ৬১ রান করেন। তানজানিয়ার হয়ে খালিদি জুমা ও অ্যালি কিমোত ২টি করে উইকেট নেন।


রান তাড়ায় তানজানিয়া পাওয়ার প্লেতে হারায় ২ উইকেট। অরুন যাদব ১৭ রান করলেও ২ বল খেলেও রানের খাতা খোলা হয়নি ধ্রুম মেহতার। এই দুটি উইকেটই তুলে নেন স্মিত। এরপর বেন শিকোনগো দুই উইকেট তুলে নিলে চাপে পড়া তানজানিয়া আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি। অভিক পাতওয়া ৩১ ও অজিত অগাস্টিন করেন ১১ রান।


মুকেশ সুথার ২৪ ও অমল রাজিভান ১৬ রান করলেও তা দলের জয়ের জন্য কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি। সব কটি ওভার ব্যাট করা তানজানিয়া হারায় ৮ উইকেট। স্মিতের মতো শিকোনগোও ৩ উইকেট শিকার করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন