দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক সৌধটি দেখতে আসেন।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন মতে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ইমেইল পাওয়ার তাজমহল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে একটি বোমা নিস্ক্রিয়করণ দল পাঠানো হয়। যদিও তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো বোমা কিংবা বিস্ফোরক পায়নি পুলিশ।
আরও পড়ুন: আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাজমহল এলাকায় বিপজ্জনক কিছু পাওয়া যায়নি। শুধু আতঙ্ক ছড়ানোর উদ্দেশে ওই ইমেল পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, তাজমহল উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে উত্তরপ্রদেশ পর্যটন দফতরের অফিসিয়াল ইমেইলে একটি মেইল আসে। এরপরই পর্যটকদের সরিয়ে ফেলা হয়। ঘটনাস্থলে কাজ শুরু করে একটি বোমা নিস্ক্রিয়করণ দল।
ভারতে কিছুদিন ধরেই ইমেইলের মাধ্যমে স্কুল, ট্রেন, হোটেল ও বিমানে বোমা হামলার হুমকি দেয়া হচ্ছে। যদিও এসব হুমকির বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশিদের রুম ভাড়া দেবে না ত্রিপুরার কোনো হোটেল
]]>