তাকে নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি—তামিম ইস্যুতে ইফতেখার মিঠু

৪ দিন আগে
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। কিন্তু বিসিবির আরেক পরিচালক ইফতেখার মিঠুর মতে, তামিমকে নিয়ে এমন মন্তব্য করা উচিৎ হয়নি।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তেমনই একটি মন্তব্যের ফটো কার্ড ফেইসবুকে শেয়ার করে নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ 

 

সেই পোস্টটি অনেক সময়ই ছিল তার পাতায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হলে গভীর রাতে কোনো একটা সময়ে তিনি তা মুছে ফেলেন। 

 

আরও পড়ুন: অ্যান্টি করাপশন ইউনিট কঠোর আছে বলেই ফিক্সিং কমে গেছে: মিঠু

 

তামিমকে নিয়ে নাজমুল ইসলামের এমন মন্তব্য অবশ্য ভালো লাগেনি ইফতেখার মিঠুর কাছে। তামিমকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি বলেও জানিয়েছেন ইফতেখার মিঠু। শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের সম্পদ, তাকে নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। ক্রিকেটারদেরও সহনশীল হয়ে  সংবাদমাধ্যমে কথা বলতে হবে।’ 

 

বিপিএলের ঢাকা পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। তার জন্য অবশ্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বিসিবি। নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে দেয়া হবে পূর্ণ সাপোর্ট। মিঠু জানিয়েছেন, ‘ঢাকা পর্বের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তা নিয়ে আমাদের পূর্ণ সাপোর্ট করছে মিনিস্ট্রি। পুলিশ, র‍্যাব সবাই সাপোর্ট দিবে এটা কনফার্ম করেছে হোম মিনিস্ট্রি। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।’ 

 

সিলেটের উইকেট নেহাতি মন্দ ছিলো না। সেখানে যে কয়টা ম্যাচ হয়েছে, প্রায় ম্যাচগুলোতেই রান হয়েছে। তবে মিরপুরের উইকেট নিয়েই যত চিন্তা, এই উইকেটে রান হবে তো! কিন্তু মিরপুরে রান হওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন ইফতেখার রহমান মিঠু। ‘মিরপুরের গ্রাউন্ডস অনেক রেস্ট পেয়েছে, আমরা আশা করছি এখানে ভালো স্পোর্টিং উইকেট পাবো।’ 

 

আরও পড়ুন: তামিমকে দালাল বলা সেই বিসিবি পরিচালককে ‘প্যাথেটিক চিপ মাইন্ডেড’ বললেন মাইলসের হামিন

 

এবারের বিপিএলের উদ্বোধন হয়েছে ট্রফি ছাড়াই। তবে ফাইনালেও যে ট্রফি থাকবে না, তা কিন্তু নয়। এবার ২৫ লাখ টাকায় হীরাখচিত ট্রফি আসছে দুবাই থেকে। তবে সেই ট্রফি বাংলাদেশে কবে আসবে সে বিষয়েও নিশ্চিত করেছেন মিঠু। তিনি জানিয়েছেন, ‘বিপিএলের ট্রফি ১৭ জানুয়ারি আসবে।’ 

 

ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। তবে বাংলাদেশি এলিট আম্পায়াররা যাবে কি না, সে প্রশ্নের উত্তরে মিঠু বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশি এলিট আম্পায়ারা যাবে কি না সেটা আইসিসি আর আমাদের আম্পায়ারদের বিষয়। আইসিসিই যে-কোনো জায়গায় যেতে বললে তাদের যেতে হবে। এখন বাংলাদেশিরা যদি না যায় সেটা তাদের ব্যাপার।’

]]>
সম্পূর্ণ পড়ুন