তাওবার বৃষ্টি হৃদয়কে সবুজ করে

৬ দিন আগে
মানুষ ভুল করতেই পারে, এটাই তার স্বভাব। কিন্তু গুনাহে ডুবে থাকতে থাকতে হৃদয় শুকিয়ে যায়, কঠিন হয়ে যায়। ঠিক যেমন বৃষ্টি না হলে মাটি ফেটে যায়। কিন্তু এক ফোঁটা রহমতের বৃষ্টি যেমন জমিনকে জীবন্ত করে তোলে, তেমনি এক মুহূর্তের আন্তরিক তাওবা আত্মাকে জাগিয়ে তোলে।

হজ সেই তাওবার বৃষ্টিকে আরও গভীর করে, মানুষকে ফিরিয়ে নিয়ে যায় তার আসল পরিচয়ের দিকে, পরিচ্ছন্ন, বিনীত, আল্লাহমুখী জীবনের দিকে।

 

আন্তরিক তাওবার দরজা সবসময় খোলা

 

রসুল সা. বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবায় এমন আনন্দিত হন, যেমন একজন পথহারা ব্যক্তি তার হারিয়ে যাওয়া উষ্ট্রাটি ফিরে পেয়ে আনন্দিত হয়। (সহিহ মুসলিম)

 

গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। রসুল সা. বলেছেন, যে তাওবা করে, সে এমন যেন সে কখনো গুনাহই করেনি। (ইবনে মাজাহ)

 

আরও পড়ুন: অর্থ সঞ্চয়ের বিষয়ে ইসলাম কী বলে

 

আরাফার দিন আল্লাহ সবচেয়ে বেশি গুনাহ মাফ করেন, রসুল সা. বলেছেন, আরাফার দিনের মতো এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। (সহিহ মুসলিম)

 

মানুষ যখন বারবার ভুলে পড়ে, তখন তার মন শুকনো জমির মতো শক্ত হয়ে যায়, নরমতা থাকে না, শান্তি থাকে না। কিন্তু এক মুহূর্তের সত্যিকারের তাওবা সেই শুকনো মাটিতে প্রথম বৃষ্টির মতো নেমে আসে। 

 

হৃদয় ধীরে ধীরে ভিজে ওঠে, ভিতরে সবুজ জীবন জেগে ওঠে। হজ সেই বৃষ্টিকে আরও গভীর করে। আরাফার মাঠে দাঁড়ালে মনে হয়, আজ আল্লাহর সামনে আমি ছাড়া আর কেউ নেই। সব গুনাহ চোখের সামনে ভেসে ওঠে, আর মানুষ কাঁদতে শুরু করে। সে কান্না লজ্জার, আবার আশারও। 

 

যেন আল্লাহ তার বুকের ভেতর জমে থাকা সব কালো দাগ ধুয়ে দিচ্ছেন। সাদা ইহরাম পরে মানুষ অনুভব করে, 

 

এটাই তো আমার আসল রূপ একদম পরিষ্কার, একদম নতুন। আর সেখান থেকেই শুরু হয় বদলে যাওয়ার পথ; পাপের জীবন থেকে সবুজ, পরিশুদ্ধ জীবনের দিকে ফিরে আসা। রাসুল সা.-এর দোয়া— اللهم إنك عفو تحب العفو فاعف عني অর্থ: হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকেও ক্ষমা করে দাও।

 

এই দোয়া যখন আরাফায় বাতাসের সাথে মিশে ওঠে, তখন মনে হয়, আল্লাহ নিশ্চয় এখনই ক্ষমা করে দেবেন। ফিরে আসা জীবনটা তখন আর আগের মতো থাকে না; চোখে নরমতা আসে, কথায় কোমলতা আসে, আমলে বরকত নামে। তাওবা শুরু করো, আর আল্লাহ তোমার হৃদয়কে আবার সবুজ করে দেবেন।

 

তাওবা শুধু কয়েকটি শব্দ নয়, এটা হৃদয়ের বৃষ্টিধারা, আত্মাকে ধুয়ে পরিশুদ্ধ করে। আর হজ সেই বৃষ্টিকে প্রবল করে দেয়, মানুষ আবার নিজের আসল রূপে ফিরে আসে। আরাফার প্রান্তরে দাঁড়িয়ে উচ্চারিত তাওবার দোয়া মানুষকে নতুন জীবনের পথে নিয়ে যায়, যেখানে থাকে নরমতা, শান্তি আর আল্লাহর রহমত। তাওবা শুরু করলেই আল্লাহ হৃদয়কে সবুজ করে দেন, এটাই তার প্রতিশ্রুতি, এটাই তার ভালোবাসা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন