তরুণীর ছবি পর্নো সাইটে ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

১ সপ্তাহে আগে
ফেসবুকে বন্ধুত্বের সূত্র ধরে এক তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্নো সাইটে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. তৌহিদ ওমর তপু (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) খুলনা।

পিবিআই সূত্র জানায়, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার সোনাখালী গ্রামের ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তপুর। কিন্তু তরুণীর অন্যত্র বিয়ে হলে তপু তাকে বিভিন্ন কু-প্রস্তাব দিতে শুরু করে। প্রস্তাবে রাজি না হওয়ায় তপু ও তার সহযোগীরা ভুয়া আইডি ব্যবহার করে তরুণীর ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেয়। এরপর তিন লাখ টাকা চাঁদা দাবি করে ভিকটিমের পরিবারের কাছে জানানো হয়, টাকা না দিলে এসব ছবি ও ভিডিও মুছে ফেলা হবে না।

 

এ ঘটনায় ভিকটিমের মা পিবিআই খুলনা জেলা অফিসে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে সংস্থাটি। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে খুলনার লবনচরা থানার পুটিমারী মাথাভাঙ্গা এলাকা থেকে তপুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আরও পড়ুন: খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ একজন আটক

 

পরে ভিকটিমের মা বাদী হয়ে তপু ও অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পিবিআই খুলনা গ্রহণ করেছে।

 

পিবিআই খুলনা জেলা পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর সাইবার ইউনিটের সহায়তায় প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি। তার মোবাইল ফোনে অপরাধের প্রমাণও পাওয়া গেছে। এ ঘটনায় শুধু তপুই নয়, আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

গ্রেফতার আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন