তদন্ত কর্মকর্তাকে জেরা করার কথা রয়েছে আজ

১ সপ্তাহে আগে
শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজউকের প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার কথা রয়েছে আজ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী।

 

সোমবার (১৭ নভেম্বর) মামলার বাদীকে আদালতে তলব করে জেরা করেন তিনি। এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছেন মামলার অন্যতম আসামি ও রাজউক কর্মকর্তা খুরশিদ আলম। 

 

আরও পড়ুন: আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরে গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

 

পরে তার আইনজীবী সাক্ষীদের জেরার জন্য আদালতে তলবের আবেদন করেন।

 

এরইমধ্যে সাক্ষীরা আদালতকে নিশ্চিত করেছেন মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছিল।

 

সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা প্লট নেয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন