শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন।
নতুন বাজেটে নতুন কোনো প্রজেক্ট নেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যেসব প্রজেক্ট রয়েছে সেগুলোকে বাস্তবায়ন উপযোগী করা হচ্ছে। সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে।’
সিলেট দেশের প্রথম ডিজিটাল সিটি উল্লেখ করে ফয়েজ আহমদ বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা চালু থাকলেও সেগুলো অকেজো থাকায় নগরবাসী সুবিধা নিতে পারছেন না। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি বিভাগকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: শপথ করছি, কখনও ইন্টারনেট বন্ধ হবে না: তৈয়্যব
এ খাতে ফ্যাসিস্ট আমলে ব্যাপক দুর্নীতি অনিয়ম করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিলেন। বর্তমান সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট বাতিল করেছে। এসব প্রজেক্টে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে সরকার।’
সভায় জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।