সোমবার (৭ জুলাই) দুদকের জনসংযোগ দফতর এ তথ্য জানায়।
দুদক জানায়, অভিযানকালে প্রকল্পের আরডিপিপি, আইএমইডি পরিদর্শন প্রতিবেদনসহ বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। টিম জানতে পারে ওই প্রকল্পে মোট ৪৫টি প্যাকেজের মধ্যে ১৬টি সফটওয়্যার ও অ্যাপস তৈরির কার্যক্রম রয়েছে, যার মধ্যে রয়েছে সমুদ্র সার্চ ইঞ্জিন, বাংলা ওসিআর, স্পেল চেকার ও ট্র্যান্সলেটরসহ এআইভিত্তিক বিভিন্ন সেবা। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে মর্মে টিম তথ্য পায়।
আরও পড়ুন: ফয়েজ আহমেদ তৈয়্যবের চিঠি তদন্ত বাধাগ্রস্ত করবে না: দুদক
প্রকল্পে সফটওয়্যার ডেভেলপমেন্টে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ওটিএম-কিউসিবিএস পদ্ধতি অনুসরণ করা হলেও প্রাথমিকভাবে একই প্রতিষ্ঠানকে একাধিক কার্যাদেশ দেয়া হয়েছে বলে টিমের পর্যবেক্ষণে উঠে আসে।
আরও পড়ুন: দুদককে চিঠি দেয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব
অভিযানকালে সংগ্রহ করা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে টিম।
]]>