তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার

২ সপ্তাহ আগে
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপ শেষে এ তথ্য জানান তিনি।

 

ব্রিফিংয়ে অধ্যাপক রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে সব দল একমত। আগামী পরশু (মঙ্গলবার) এর গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে কমিশনের প্রস্তাব সংশোধন করা হবে বলেও জানান তিনি।

 

তিনি এ সময় জাতীয় সনদ বিষয়ে বলেন, ‘অগ্রগতি অব্যাহত রেখে জুলাই মাসের শেষ নাগাদ জাতীয় সনদে উপনীত হতে পারবো বলে আশাবাদী’।

 

এছাড়া রাজনৈতিক দলগুলো আপাতত জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে বলেও জানিয়ে তিনি আরও বলেন, তবে এখানে প্রথম দুইজনের মধ‍্যে একজন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের মতামতের জন‍্য বিষয়টি নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ করতে পারবে রাজনৈতিক দলগুলো।

 

আরও পড়ুন: প্রধান বিচারপতি নিয়োগ: যে ঐকমত্যে এলো রাজনৈতিক দলগুলো
 


জনগণ ম্যান্ডেট দিলে সংবিধান পরিবর্তন করে জ্যেষ্ঠতমের পরিবর্তে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগের বিধান যুক্ত করতে পারবেন বলেও জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক রীয়াজ। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন