মঙ্গলবার (১৫ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের আলোচনা শেষে তিনি এই কথা জানান।
আলী রীয়াজ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ দল ও জোট দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে একমত। তবে গঠন পদ্ধতিগত ব্যাপারে আজও অগ্রগতি হয়নি।’
তিনি আরও বলেন, ‘যেহেতু একাধিক দিন আলোচনার পরও ঐকমত্য আসতে পারেনি দলগুলো, সেহেতু এ বিষয়ে সিদ্ধান্তের ভার কমিশনের ওপর অর্পণ করেছে দলগুলো। কমিশন নিজেদের মধ্যে আলোচনা ও দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ করে, খুব দ্রুত আগামী সপ্তাহের শুরুতে মতামত জানাতে পারবে।’
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলী রীয়াজ বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ ও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এ ব্যাপারে দলগুলো একমত।’
আরও পড়ুন: জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত জরুরি: আলী রীয়াজ
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলেও জানান কমিশনের সহ-সভাপতি।
কমিশনের ব্যর্থ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা কোন প্রক্রিয়ায় কীভাবে নিয়োগ হবে, সেটা নিয়ে আগামী সপ্তাহে একটা জায়গায় আসতে পারবো আশা করি।’
]]>