মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ঢালার চরের দিকে যাচ্ছিল। এরমধ্যে থেমে থাকা দুটি বগি হঠাৎ চলতে চলতে ‘ঢালারচর এক্সপ্রেসের’ সঙ্গে ধাক্কা লাগে। এতে লাইনচ্যুত হয় তিনটি বগি। একঘণ্টার চেষ্টায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি তুলতে সক্ষম হলেও বাকি দুটি বগির উদ্ধার কাজ করতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।
আরও পড়ুন: পাবনায় বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
তিনি আরও জানান, বাকি রেললাইনগুলো ফাঁকা থাকায় শুধু চাঁপাইনবাবগঞ্জ ছাড়া রাজশাহী থেকে সব রুটের ট্রেনে ছেড়ে যাচ্ছে। দেড় থেকে ২ ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হতে পারে বলে জানান মো. রবিউল ইসলাম।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·