ঢামেকে চিকিৎসা অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সংঘর্ষ

৩ সপ্তাহ আগে
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে স্বজন ও স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জনের আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে শিশুর ৩ স্বজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

 

ওই শিশুর নাম সাফওয়ান (৪)। সে রাজধানীর বংশাল থানার আগামছি লেন এলাকার সামিরের ছেলে।

 

জানা গেছে, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বংশাল থানার আগামছি লেন হতে কিডনি সমস্যাজনিত কারণে সাফওয়ানকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে জরুরি বিভাগ থেকে বিভিন্ন রুম ঘুরে একটি ওয়ার্ডে নেয়া হয় সাফওয়ানকে। পরে তাকে আইসিইউতে নেয়ার কথা বলা হয়। তবে এরইমধ্যে তার মৃত্যু হয়।

 

এ অবস্থায় স্বজনরা চিকিৎসকদের অবহেলার অভিযোগ করেন এবং সেখান থেকে জোরপূর্বক মরদেহ নিয়ে যান। এ সময় সেখানে ওয়ার্ডবয়দের সঙ্গে  হাতাহাতির ঘটনাটি ঘটে।

 

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান: এক বছরেও আসেননি কেউ, ৬ মরদেহ যাচ্ছে আঞ্জুমান মুফিদুলে

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঘটনায় হাসপাতালের স্টাফসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন