মঙ্গলবার (৬ মে) ঢামেকের দক্ষিণ গেটে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢামেকের দক্ষিণ গেট এলাকায় বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ের অভিযোগে অভিযান চালান ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এসময় একাধিক ব্যাক্তিকে বিভিন্ন সাজা দেয়া হয়।
একই দিনে একই এলাকায় মূল সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপনা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখলের অভিযোগে তিনজনকে গ্রেফতার ও অবৈধ স্থাপনা এবং মালামাল জব্দ করেন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
]]>