মঙ্গলবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে হামলার ঘটনায় এ বিচারের দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, উত্তরার আজমপুর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক্ষণিকা' বাস রুটে চলাচলরত সাধারণ শিক্ষার্থীদের ওপরে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত নারী শিক্ষার্থীরাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও পরিবহন কর্মচারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রতিদিন নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করার চেষ্টা করে, তখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু শিক্ষার পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সার্বিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকেও ইঙ্গিত করে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, কী ঘটেছিল উত্তরায়?
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তপূর্বক বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তাবিধানের দাবি জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বাসের ড্রাইভারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং ক্ষণিকা বাসের সভাপতি ফারজানা মুন্নি।
]]>