ঢাবির আশপাশে জামায়াত-শিবিরের সশস্ত্র অবস্থানের অভিযোগ ছাত্রদলের

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জামায়াত-শিবির ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে সশস্ত্রভাবে অবস্থান নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

 

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, উপাচার্য ও প্রক্টরসহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন।  ইলেকেশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না। যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে।

 

এ সময় ভিপিপ্রার্থী সাদিক কায়েমকে নিয়ে ভিসি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনিরকে ভিসি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী নিয়োগ লজ্জাজনক।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে, কম ইউল্যাবে

 

এ সময় জামায়াত-শিবির ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী এনেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

 

তবে ভিসি অধ্যাপক নিয়াজ, সব ধরনের অভিযোগ অস্বীকার করেন। সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসন কাজ করেছে বলে দাবি জানান তিনি।

 

আরও পড়ুন: দিনভর অভিযোগ-পাল্টা অভিযোগে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ

 

পাশাপাশি জামায়াত-শিবিরের সশস্ত্র লোকজন ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়েছেন এমন কোনো তথ্য বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছিল না বলেও জানান ঢাবি ভিসি।

 

তবে সার্বিকভাবে ভোটকে সুষ্ঠু করতে কাজ চলছে বলে জানান তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন