বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের শ্যালক শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। মিরপুর ১০ নম্বরের সেনপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। দানিশ এলাকায় কৃষি কাজ করতেন। তবে কয়েকদিন আগে ঢাকায় এসে দিনমজুরের কাজ শুরু করেন।
আরও পড়ুন: ছাদে খেলতে গিয়ে কিশোরের মৃত্যু
তিনি আরও জানান, তারা ঢাবির কলাভবনের পাশের ক্যান্টিনে কাজ করছিলেন। দুপুরে দানিশ একতলায় ফলস ছাদ থেকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাবি এলাকা থেকে স্বজন ও সহকর্মীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।
]]>