শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্থানীয় জনগণের উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার প্রসার এবং শিশুদের সৃজনশীলতা উৎসাহিত করা।
প্রায় ১০০ জনের অধিক শিক্ষার্থীর মাঝে স্কুলের পোশাক, স্কুল ব্যাগ, পেন্সিল, খাবার পাত্র এবং পানির বোতল বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষার পথ সুগম করাই ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিভা প্রদর্শন বিশেষভাবে চোখে পড়ে। প্রতিযোগিতা শেষে সেরা চিত্রকর্মের জন্য বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন: আশ্রয়ণ প্রকল্পে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সহ-সভাপতি মিসেস সেলিনা সিদ্দিকা আন্না বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শিক্ষার প্রসার এবং শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করা। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমেনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন্নেসা এবং পরিচালনায় ছিলেন সহ-সভাপতি জনাব মো. সামছুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সমাজকল্যাণ সম্পাদক ও অ্যাপারেল সিগনেচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম ফুরকান আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম মোস্তফা (পাবেল) এবং সম্মানিত সদস্য জনাব মো. সারওয়ার হোসেন।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সমাজকল্যাণ সম্পাদক জনাব এস এম ফুরকান আলী এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন সামাজিক উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
]]>