ঢাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

১ সপ্তাহে আগে
ঈদযাত্রার জামালপুরের তারাকান্দি থেকে যাত্রীদের ঢাকায় নিয়ে আসার পথে তেজগাঁওয়ে লাইনচ্যুত হয়েছে ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানী কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এরপর থেকে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ ঢাকায় ঢোকার লাইনটি বন্ধ রয়েছে। তবে দেরিতে হলেও ঢাকা থেকে বের হতে পারছে ট্রেনগুলো।


বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, কারওয়ান বাজারে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেখানে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়নি। একটি লাইন দিয়ে ট্রেন চলছে। লাইনচ্যুত ট্রেনটি লাইনে আনা ও চলাচল স্বাভাবিক করতে কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন