ঢাকায় বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত

১ সপ্তাহে আগে
সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় রাজধানীতে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফজরের নামাজের পর পান্থপথের স্টাফ কোয়াটার কলোনির মসজিদ প্রাঙ্গনে জড়ো হন সাধারণ মানুষ। দুই রাকাত নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় খুৎবা। পরে বিশেষ মোনাজাতে অংশ নেয় মুসুল্লিরা।


অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অনেকেই কান্নাজড়িত কন্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টি প্রার্থনা করেন। মুসুল্লিদের বিশ্বাস তাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ এবং স্বস্তি ফিরবে জনজীবনে।

 

আরও পড়ুন: বৃষ্টি প্রার্থনার নামাজ কখন কিভাবে পড়বেন?

 

এদিকে, দেশজুড়ে চলমান তাপমাত্রার পারদে খুব একটা হেরফের না হওয়ায় এখনো অস্বস্তি কমেনি। মাথার ওপর গনগনে সূর্যকে সঙ্গী করেই প্রচণ্ড দাবদাহে নাকাল পরিস্থিতি পার করছে মানুষ। যদিও কয়েকদিনের তুলনায় কিছুটা বাতাসের উপস্থিতি বেড়েছে। 

 

আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আগে জারি করা তিন দিনের হিট অ্যালার্ট আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারির সম্ভাবনা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন