ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে বাস সুবিধা পাবেন রাবির ২০০ শিক্ষার্থী

১ দিন আগে
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাতায়াতের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০ শিক্ষার্থীকে বাস সুবিধা দিচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের পরীক্ষার জন্য মোট ৭৩১ জন শিক্ষার্থী ঢাকায় যাওয়ার বাসে যাতায়াতের আবেদন করেছিলেন। তবে সীমিত পরিবহন সুবিধার কারণে সবার জন্য বাস সরবরাহ করা সম্ভব হয়নি।

 

শুরুতে দুইটি বাস দেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বাস সংখ্যা বাড়িয়ে চারটিতে উন্নীত করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ ২০০ জন শিক্ষার্থী যাতায়াতের সুবিধা পাবেন।

 

আরও পড়ুন: রাকসু নির্বাচন: সময় ঘনিয়ে আসছে, বাড়ছে প্রচারণার নতুন কৌশল

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোল নম্বরে ২০ বা তার পরবর্তী সিরিজের শিক্ষার্থীদের মধ্যে রেজিস্ট্রেশনের সময় অনুযায়ী প্রথম ২০০ জনকে পরিবহন সুবিধার আওতায় আনা হয়েছে। বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা এবং বাস–সিট নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

পরিবহন সুবিধা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর ২০২৫ (বুধবার) রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরীক্ষার পর ফেরার সময় নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিকেল ৩টায়।

 

পরিবহন দপ্তরের প্রশাসক জানান, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের সহায়তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন