সোমবার ঢাকায় বিমান দুর্ঘটনা নিয়ে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন ব্রিটিশ মন্ত্রী।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:মাইলস্টোন ট্র্যাজেডি: সব আদালতে এক মিনিট নীরবতা
শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি, যেখানে অনেক শিশু প্রাণ হারিয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রতি আমার সমবেদনা জানাই।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। যুদ্ধবিমানটি দিয়ে প্রশিক্ষণ চালানোর সময় তা যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে এবং উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।
সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ক্লাস করছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার শুরু করে।
পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন:বিমান বিধ্বস্তে কেন এতটা ভয়াবহতা, কী বলছেন বিশেষজ্ঞরা?
মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ জনে। এদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।