ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির, জানা গেল অনুষ্ঠানসূচি

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।


বিকেলে ঢাকার আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন এ অভিনেত্রী। সঙ্গে ছিলেন বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাই।


এ সময় অ্যাশ রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন হানিয়া। আর কালো রঙের পোশাক পরেছিলেন রাফসান।
 

আরও পড়ুন: বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?


আহসান মঞ্জিলে ফুসকা খাচ্ছিলেন তারা। এ সময় খাবারটি নিয়ে অভিনেত্রীকে বিস্তারিত বলছিলেন ফুড রিভিউর জন্য বিখ্যাত এ ইউটিউবার।


জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।


হানিয়া আমির মূলত পাকিস্তানের টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার জনপ্রিয় মুখ। তার প্রাণবন্ত অভিনয় ও স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্ব তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন