ঢাকায় ঝটিকা মিছিল করায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

২ সপ্তাহ আগে
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়।

তারা হলেন—গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯), গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মো. হাসান (৩২)।

 

আরও পড়ুন: স্বামীসহ গ্রেফতার ২ /উত্তরায় কাশবন থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় যা জানা গেল

 

এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১), আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮), কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন (৩৫), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সজিব কাজী (৩৪) এবং হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১) গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে শিল দিয়ে মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা, যুবক গ্রেফতার

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ইয়াসিন আহমেদ রবিন ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন। পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে লোক জোগাড় ও আর্থিক সহায়তা দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন