শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানী গুলশানের ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিইউসিএজেএএ-এর প্রথম ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ ফজলুল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফজলুল করিম বলেন, সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম।
আরও পড়ুন: ২৯ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেবে চবি
ইফতার তথা মিলনমেলার এমন আয়োজন অব্যাহত রাখতে সকল সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে ভবিষ্যতে আরও বড় পরিসরে বছরজুড়ে একাধিক মিলনমেলার আয়োজনের কথা জানান তিনি।
প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠি, বন্ধু ও সাবেকদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন তারা।
আরও পড়ুন: নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চবিতে বিক্ষোভ
ইফতারে অংশ নেয়া বিভাগের একাধিক শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে সবার সম্মিলনে একে অপরের পাশাপাশি থাকার আশাবাদ ব্যক্ত করেন সবাই।
]]>