বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে মারা যান। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়।
বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জানাজার আগে খালেদা জিয়ার বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে যান তারা।
এ সময় আয়াজ সাদিকের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাত হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন তারা।
আরও পড়ুন: আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম জিয়ার জানাজার খবর
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস তাদের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানের আগে বুধবার ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।’
এটা চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চারদিনের যুদ্ধের পর প্রতিবেশী দেশ দুটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাক্ষাতের ঘটনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।
তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে পাকিস্তান। হামলার পর পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। তথ্যসূত্র: জিও নিউজ ও টেলিগ্রাফ ইন্ডিয়া
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·