ঢাকায় আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের বিক্ষোভ দিবস অনুষ্ঠিত

৪ সপ্তাহ আগে
ঢাকায় মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৬০ সালের বিক্ষোভ দিবস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর আলজেরিয়া দূতাবাসে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

আলজিয়ার্সের ১৯৬০ সালের গণবিক্ষোভে শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয়। পরে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি ফান্সের কলোনি থেকে মুক্ত হতে আলজেরিয়ার শহীদ এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানান।

 

আরও পড়ুন: বিসিবি প্রাঙ্গণে আসিফ-ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ

 

জাতি হিসেবে ঢাকা-আলজিয়ার্সের স্বাধীনতা অর্জনের রক্তাক্ত ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক অব্যাহত রাখতে হবে।

 

আরও পড়ুন: মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

 

স্বাধীনতার পর বন্ধু রাষ্ট্র আলজেরিয়ার দূতাবাস ঢাকায় ১৯৯০ সালে বন্ধ হয়ে যায়। আবার ২০২০ সালে নতুন করে বাংলাদেশে দূতাবাস খোলে দেশটি।

]]>
সম্পূর্ণ পড়ুন