ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটিকে বরণ

৪ সপ্তাহ আগে
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরগুনার বাসিন্দা সাংবাদিকের পাশাপাশি পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন।

কমিটির সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মাসুম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু।


বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা টিআরআই ওয়ার্ল্ড তুরস্কের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু, সোহাগ ইউনুচ, বাছেদ আকন,সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন, পাথরঘাটা উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন নাসির আহমেদ, পাথরঘাটা ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহিন, বরগুনা জেলা সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান।



এ সময় বক্তারা বলেন, বরগুনার আর্থ-সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নদী ভাঙন রোধ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া নদী ও সমুদ্র তীরবর্তী মানুষের উন্নয়নে উপকূল এলাকার জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান।


তারা আরও বলেন, এই সংগঠন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ঢাকায় অবস্থানরত বরগুনার প্রতিটি সাংবাদিককে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং পেশাগত সমস্যাগুলো একসঙ্গে সমাধান করতে পারি।


আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে ইসিকে: উপদেষ্টা সাখাওয়াত


পরে সংগঠনের সভাপতি আব্দুল খালেক লাভলু ও সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ, সিনিয়র সহ সভাপতি ছলিম গাজী, সহ সভাপতি আবু জাফর, এইচ এম তৌহিদ হাসান, যুগ্ম সম্পাদক এম এ আজীম, রুকাইয়া নাজরিন, গাজী শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক মিরন আহমেদ, দফতর সম্পাদক এম সোলায়মান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ বিশ্বাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আহমেদ ফেরদৌস খান, জনকল্যান সম্পাদক মিরাজ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ফাহিম মোনায়েম, নাসির উদ্দিন, কবিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন বাবুল, তৌহিদুল ইসলাম, আবু সালেহ মুছাকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

]]>
সম্পূর্ণ পড়ুন