বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে পরবর্তী চার ঘণ্টার মধ্যে যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি, বজ্রবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
যেসব পদক্ষেপ নিতে হবে
> বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন
> জানালা ও দরজা বন্ধ রাখুন
> সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
> নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
আরও পড়ুন: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
> গাছের নিচে আশ্রয় নেবেন না।
> কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
> বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে দিন।
> জলাশয় থেকে তাৎক্ষণিক উঠে আসুন।
> বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
> শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
]]>