সোমবার (২৮ জুলাই) জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র এবং রাডার থেকে প্রাপ্ত বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে তিনি এ শঙ্কার কথা জানান।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের এ আবহাওয়া ও জলবায়ু গবেষক এক ফেসবুক পোস্টে জানান, দুপুর ২টার পর থেকে রাত ১২টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনিসংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল শঙ্কা রয়েছে।
প্রাপ্ত বায়ুপ্রবাহের দিক বিশ্লেষণ করে তিনি জানান, বাংলাদেশের ঠিক মধ্যভাগের জেলাগুলোর উপরে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের স্থলভাগমুখী (দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্বমুখী) বায়ু এবং প্রশান্ত মহাসাগরের দিক থেকে আগত (পূর্ব দিক থেকে পশ্চিম দিক-গামী) বায়ু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এ কারণে এ অঞ্চলের জেলাগুলোতে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী
যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি
খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা।
ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, ময়মনিসংহ।
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা।
বরিশাল বিভাগ: সকল জেলা।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী সমুদ্র প্রচণ্ড রকমের উত্তাল অবস্থা বিরাজ করছে জানিয়ে, এসব জেলার উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল বন্ধ রাখারও পরামর্শ দেন আবহাওযাবিদ পলাশ।
]]>