সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তিনি জানান, এ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন জারা।
‘ফোর্স’ সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী নেয়া প্রসঙ্গে তরুণ এ নির্মাতা জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য এমন একজনকে খোঁজা হচ্ছিল যার মুখের আদল লম্বা, চোয়াল ভাঙা। অ্যাকশন নির্ভর এ সিনেমায় মারপিট করতে জানে এমন স্লিম অভিনেত্রী খুঁজতে গিয়ে জারাকে পছন্দ করা হয়।
আরও পড়ুন: শ্রীলীলাকে ‘বিয়ে’ করছেন কার্তিক আরিয়ান
নির্মাতা আসিফ বলেন, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক পাঠানো হয়। যা দেখে চিত্রনাট্য জানতে আগ্রহী হন জারা। চিত্রনাট্য জানার পরই ‘ফোর্স’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।
আরও পড়ুন: মুক্তি পেল ‘বরবাদ’ এর প্রথম গান

নতুন এ সিনেমায় জারা আহমেদের সঙ্গে জুটি গড়তে দেখা যাবে বাংলাদেশের ম্যাক দিদারকে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে সিনেমার শুটিং। পরিকল্পনা মতো সবকিছু এগোলে চলতি বছরই পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স’।
]]>