ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

৩ সপ্তাহ আগে
প্রায় ৩ ঘণ্টা পর ইঞ্জিন বিকল হওয়া মালবাহী ট্রেন সরিয়ে নেয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে মালবাহী ট্রেনটি ইব্রাহিমাবদ স্টেশনে অন্য এক ট্রেনের ইঞ্জিন দিয়ে টেনে আনা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভাবলা এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে হাজার হাজার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।


টাঙ্গাইল রেলস্টেশনের মাস্টার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে।


তিনি জানান, বিকেলে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। লালমনিরহাটের রিলিফ ট্রেন এনে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক


ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বলেন, ইঞ্জিন বিকল হওয়া ট্রেনের কারণে ইব্রাহিবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পরে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন