সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান, রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান–ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি।’
তিনি জানান, এনসিপির মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে খুবই আনন্দমুখর পরিবেশে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়ার কাজ চলছে এবং অনলাইনেও ভালো সাড়া মিলছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দেয়ার বিষয়ে যা বললেন নাহিদ
ডা. জারা দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আশা করছি, যারা আসলেই জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চান, তারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে পারব।’
নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, ‘আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·