ঢাকার বাতাস সহনীয়, দূষণের শীর্ষে মানামা

২ সপ্তাহ আগে
ঢাকার বাতাস বেশ কিছুদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে। শুক্রবারও (২০ জুন) সহনীয় পর্যায়ে আছে রাজধানী শহরের বাতাস। বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক ৬০। দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫০। বৃহস্পতিবার (১৯ জুন) ৬৬ বায়ুমান সূচক নিয়ে ৪৭তম অবস্থানে ছিল ঢাকা।

শুক্রবার  বায়ুদূষণের শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ২১৪, যা খুবই ক্ষতিকর বাতাসের নির্দেশক। দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো সৌদি আরবের রিয়াদ, কঙ্গোর কিনশাসা, কাতারের দোহা, পাকিস্তানের লাহোর। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ২১২, ১৯৪, ১৭৩, ১৫৫।

 

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার।


আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ‍বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী


তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন