ঢাকাকে বাসযোগ্য নগরী করতে কাজ করছে ডিএনসিসি: এজাজ

১ সপ্তাহে আগে
রাজধানীকে বাসযোগ্য নগরী করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (২১ জুন) রাজধানীর ফ্ল্যামাংকো কনভেনশন সেন্টারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে তিনি এ কথা বলেন।

 

ডিএনসিসি প্রশাসক ও শাবির সাবেক এ শিক্ষার্থী বলেন, ঢাকায় নতুন যত আবাসিক এলাকা হচ্ছে সেগুলোতে গাছ লাগানোসহ বাসযোগ্য পরিবেশ গড়তে কাজ করছে সিটি করপোরেশন।

 

এ সময় বিভিন্ন সংগঠনকেও ঢাকাকে বাসযোগ্য করতে এগিয়ে আসার আহ্বান জানান এজাজ।

 

উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক সাজেদুল করিম।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

উৎসবে সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

 

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকি, এনআইএমসির পরিচালক মো. নজরুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, শাকসুর সাবেক জিএস হারুনুর রশীদ ও খুরশিদ আলম হিটু।

 

সাবেক শিক্ষার্থী সৈয়দ সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি নূর এ আলম, সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান।

 

আরও পড়ুন: ফিনল্যান্ডে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ সুলতান, প্রিন্স ওমর শরীফ, আবু সাঈদ, আরিফুল হক শাপলা, মেহেদী মাসুদ ফয়সাল ও বুলবুল আহমেদ।

 

পরে র‌্যাফেল ড্রতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-সিলেট কাপল টিকিটসহ ৪২টি উপহার দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন