রকসংগীতপ্রেমীদের জন্য আনন্দের খবর! বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুনের গায়ক আলি আজমত গানে গানে একই মঞ্চ মাতাবেন। তাদের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন দর্শক-শ্রোতারা।
‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টঙ্গী মহাসড়কে অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে গান গাইবেন দুই দেশের দুই রকতারকা। অনুষ্ঠানে রক ও সুফি-সংগীতের... বিস্তারিত