গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গেন্ডারিয়ার থেকে শাখারিবাজার। ঢাকা ৬ আসনজুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপও। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার তৈরির দুর্ভোগ এ এলাকাবাসীদের নিত্যদিনের সঙ্গী।
এক নারী বাসিন্দা জানান, আমাদের এখানে গ্যাস থাকে না। ভোট আসলে সবাই মিষ্টি মিষ্টি কথা বলেন, আবার সময় চলে গেলে সবাই ভুলে যায়। সকাল ৬টায় গ্যাস চলে যায়, আসে রাত ১২টায় ওইসময় রান্নার কাজ করতে হয়। এভাবেই চলছে আমাদের জীবনযাপন।
আবার বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ির কাজ। আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করে চলে জীবনযাপন এলাকাবাসীর।
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন দিচ্ছেন পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। ঢাকা-৬ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। ঐতিহ্যবাহী এ এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামায়াতের মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান। দুইজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার।
বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ এলাকাকে পুনর্গগঠন করা যায় সেটা করা হবে। তবে এই এলাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটা করতে হবে।
জামায়াতের মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করবো। পাশাপাশি মাদককেও বন্ধ করবো। একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টা করছি, সেটা মানুষ গ্রহণ করছেন। মানুষ একটা বিকল্প খুঁজে নেবেন বলেও আমরা বিশ্বাস করি।
ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান দিচ্ছেন চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করার প্রতিশ্রুতি।
রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলেও বরাবরই অবহেলার স্বীকার হয়েছে পুরান ঢাকার এলাকাবাসী। নিত্যদিনের নাগরিক দুর্ভোগ নিয়েই কাটছে তাদের দিন। তবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আশায় আছেন এবার আসবে পরিবর্তন।

২ দিন আগে
২





Bengali (BD) ·
English (US) ·