ঢাকা-১৯ আসনে ধানের শীষকে বিজয়ী করতেই হবে: আইয়ুব খান

২ সপ্তাহ আগে
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেছেন, দলীয় আনুগত্য ও শৃঙ্খলায় কোনো আপস নয়। দল দেশের স্বার্থে ঢাকা-১৯ সংসদীয় আসনে যাকে মনোনয়ন দিয়েছে তাকেই অর্থাৎ ধানের শীষকে বিজয়ী করতেই হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে আশুলিয়ায় ৩১ দফা ও ধানের শীষের পক্ষে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। 
 

দীর্ঘ দিনের হামলা, মামলা ও বঞ্চনা সহ্য করে বিএনপি আজ দেশ গঠনে অবদান রাখতে যাচ্ছে। তাই মনোনয়নবঞ্চিত হয়েও দলের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আইয়ুব খান। 


তিনি বলেন, ‘মাঠ ফাঁকা রাখব না, সরেও দাঁড়াব না, দলের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণায় সকলকে কাজ করার আহ্বান জানাই।’


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা, সাভার উপজেলা, আশুলিয়া থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা।


আরও পড়ুন: ফ্যাসিবাদের দোসরদের দায়মুক্তি দিতে চাইলে সেফ এক্সিটের সুযোগ থাকবে না: সাদিক কায়েম


ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন। দলের সিদ্ধান্ত হয় সর্বদা দেশ ও দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই। তাই আইয়ুব খান মনোনয়ন না পেলেও ডাক্তার দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে ঢাকা-১৯ এর মনোনয়ন দিয়েছে দল। আমরা শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচনে অংশ নিয়ে দলকে বিজয়ী করব।’ 

 

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান তার সমর্থিত নেতাকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান তারেক রহমান ও খালেদা জিয়ার সম্মান রক্ষার্থে ঢাকা-১৯ এ ধানের শীষকে বিজয়ী করতে হবে। নির্বাচনের পাশাপাশি তারেক রহমানের ঘোষিত দেশ গঠনে ৩১ দফার পক্ষে জনসচেতনতা তৈরি করব আমরা।’


আরও পড়ুন: গণভোটের খরচে পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন বেশি প্রয়োজন: তারেক রহমান


এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক ও ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

 

]]>
সম্পূর্ণ পড়ুন