বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওই ফুটপাতের ব্যবসায়ীদেরকে তাদের মালামাল অন্য জায়গায় সরিয়ে নেয়ার নির্দেশ দেয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। পরে ওসির নির্দেশে অন্তত অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়।
এসময় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের মালামাল ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিরাপদে গোলচত্বর ছেড়ে অন্য জায়গায় চলে যান ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে করে গোলচত্বর এলাকার বিভিন্ন দুর্ঘটনা হ্রাস পাবে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: সিলেটে ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ
পুলিশ জানায়, প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য শত শত যাত্রী শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে এসে ভিড় করেন। কিন্তু এ এলাকায় ভাসমান ব্যবসায়ীরা অধিকাংশ স্থান দখল করে রেখেছিলেন। এতে এ এলাকায় প্রায়শই দুঘটনায় হতাহতের ঘটনা ঘটতো। গোলচত্বরটি ঝুঁকিমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য স্থানীয়রা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন। সবশেষ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়। উচ্ছেদ পরিচালনার জন্য স্থানীয় সাধারণ জনতা, ব্যবসায়ী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: নান্দনিক শহর গড়তে চাঁদপুর পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, দীর্ঘদিন থেকে এ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। সবশেষ আইনি প্রক্রিয়া শেষে অভিযান পরিচালিত হয়। আবার এসব জায়গা দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
]]>