ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষ, নিহত ১ আহত ১১

২ সপ্তাহ আগে
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।


স্থানীয় এবং ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার চালতিপাড়ায় একটি যাত্রাবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এর মাত্র ১০০ মিটার দূরে আরেকটি বাসের পিছনে ধাক্কা দেয় প্রাইভেটকার।


এছাড়া নিমতলার হাসাড়ায় এক গাড়ির পিছনে আরেকটি গাড়ির ধাক্কায় ষোলঘরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লাগে।


 

দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি: সময় সংবাদ

 

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী ও শ্যালিকার


সবগুলো দুর্ঘটনা সড়কের মাওয়ামুখী হাইওয়ে লেনে ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফরহাদ নামের একজন মারা গেছেন।

দুর্ঘটনা কবলিত একটি যাত্রাবাহী বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। ছবি: সময় সংবাদ 


দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।


 

দুর্ঘটনা কবলিত যানবাহন। ছবি: সময় সংবাদ
]]>
সম্পূর্ণ পড়ুন