সোমবার (১২ মে) পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় পলাতক এই আসামিকে রাঙ্গাবালীর চরযমুনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, এ নিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হলো। এর আগে পাঁচজনকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সিলেট নগরীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৬
জানা যায়, গত মঙ্গলবার (৬ মে) রাতে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের বাসিন্দা মো. রবিউল আলম তার অসুস্থ প্রতিবেশীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে শ্রীনগরের ছনবাড়ি মোড় এলাকায় যানজটে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে চলতে থাকেন। রাত আনুমানিক ২টার দিকে ষোলঘর এলাকার কাছাকাছি এসে রাস্তার ওপর ব্যারিকেড দেখতে পান। চালক দ্রুত গতিতে গাড়ি পিছিয়ে নেয়ার কারণে ডাকাতরা ব্যর্থ হন। তবে গাড়ির লুকিং গ্লাস ও বনেট আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
গাড়িতে ক্যামেরা সংযুক্ত থাকায় পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ডিবি পুলিশের একটি দল এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে পরদিনই পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও পোশাক উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
পুলিশ জানায়, গ্রেফতার ডাকাতদের নেতা মো. কামাল ওরফে সিএনজি কামাল ও সাইফুল এর আগে গত সেপ্টেম্বরে একই এলাকায় এক ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। সেই ঘটনায় তারা স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র লুট করেন। ওই মামলায় জামিনে এসে তারা পুনরায় ডাকাতির চেষ্টা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীনগর থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
]]>