নিহত মো. ফরহাদ (৩৫) শ্রীনগর উপজেলার সদরের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া সার্ভিস লেনে অটোরিকশার ধাক্কায় ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই আরোহী মারা যান।
আরও পড়ুন: কাফরুলে খেলার সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই শফিউল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।