ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ১০

২ সপ্তাহ আগে
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।


হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকা যাচ্ছিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার দৌলতপুরে আসলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে পরিবহনটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।


আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু


মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় নেয়া হবে আইনগত ব্যবস্থা।’

]]>
সম্পূর্ণ পড়ুন